বই-ভব বই কী

বইমেলা মেলা বই
রমণীতেজ পাঠক
এ সময়ের লেখকের কলম থেকে প্রায়ই উঠে আসে জটিল আধুনিক জীবনের গল্প। মূলত উচ্চবিত্তের, উচ্চ মধ্যবিত্তের জীবন যাপন। বিশ্বায়নের ফলে মানুষের জীবন যাপন বদলেছে, শহর ক্রম বিস্তার করেছে, এক শ্রেণির মানুষের টাকা বেড়েছে, কাজেই শহুরে জীবনের জটিলতাকে আমরা অস্বীকার করতে পারিনা। করার উপায় নেই।
কিন্তু এই জীবনের বাইরেও যে একটা বৃহৎ জীবন আছে সে গল্পই খুঁজে পাবেন প্রতিভা সরকারের ” সদাবাহার” বলে ছোটগল্পের সংকলনটিতে। প্রতিভা নিজেই বলেছেন এ বইয়ের ভূমিকায় কেন এই বইয়ের নাম “সদাবাহার”।
প্রতিভা সরকারের মোট চোদ্দখানি গল্প নিয়ে ছাপা হয়েছে এই বইটি। সেই চোদ্দটি গল্পে রয়েছে চোদ্দ রকম জীবনের ঝলক। দুই বোনের প্রেম রেষারেষি, তিন ভাই বোনের সম্পর্ক আর মৃতপ্রায় অথবা মৃত মা, নিঃসন্তান নিন্মবিত্ত দম্পতি আর তাদের পোষ্য, পলাতক সৈনিক আর একজন প্রেমিকা, ফাঁসির দড়ি বানানো কয়েদি, বা একজন ম্যাথরানি, এমন অনেক চরিত্রর কথা পাতায় পাতায় লেখা হয়েছ এই বইয়ে।
কিন্তু লেখা হয়েছে বললে এ লেখার যথাযোগ্য বিশ্লেষণ হয়না। বলা উচিৎ জীবন্ত হয়ে উঠেছে। এমন জ্যান্ত লেখা ইদানিংকালে কমই হয়। প্রতিভা সরকারের লেখার গুণে রাজনীতি, অর্থনীতি, সমাজ, প্রেম, ঘৃণা, ঈর্ষা, সংগ্রাম, মৃত্যু, সঙ্গম পাতায় পাতায় চোখের সামনে ফুটে ওঠে, আমরা দেখতে পাই। সাম্প্রতিক কালে লিখিত গল্পে অতিমারিও এসেছে, কিন্তু এসেছে প্রান্তিক মানুষের জীবনকে ছুঁয়ে। প্রতিটি গল্পের শেষ ঠিক তেমনই যেমন দক্ষতার সঙ্গে লেখা, সুচারু ছোট গল্পের হওয়া উচিত। এমন সুলিখিত গল্পের সংকলন অবশ্য সংগ্রহযোগ্য।
বইটির প্রতিটি গল্পের শেষে গল্পগুলি যে পত্রিকার প্রকাশিত হয়েছিলো তার নাম ছাপা হয়েছে। পেপারব্যাক সংস্করণের এই বইটির প্রচ্ছদ করেছেন রোকু। কঙ্কালের মাথায় ফুলে তোড়া এ গল্পগুলির যথাযথ মুডকে ধরতে পেরেছে।