পুজোয় কেমন সাজলেন পুকুরঘাটিরা

পুজোয় কেমন সাজলেন পুকুরঘাটিরা

সুকন্যা রক্ষিত

 

সুকন্যা রক্ষিত গুপ্তার সঙ্গে ফ্যাশন দুনিয়ার যোগ ওতোপ্রোতভাবে। সুকন্যা নিজে একটি বিউটি কনটেস্টের আয়োজক। রীতিমতো ব্যস্ত প্রোডাকশন হাউসের মালকিন সুকন্যা কিন্তু নিজেও ছিলেন একবার মিসেস ইউনিভার্সের ফাইনালিস্ট। এবারে সুকন্যা ষষ্ঠী থেকে দশমীর কেমন সেজেছেন তারই কিছু ছবি রইল্ল আপনাদের জন্য।

 

ষষ্ঠীর দিনে সুকন্যা সেজেছেন হালকা  হলুদ শিফন শাড়ি ও স্লিভ্লেস ব্লাউজে

 

সপ্তমীতে সুকন্যা সেজে উঠেছেন ওয়েস্টার্ন নীল ড্রেসে।

 

 

অষ্টমীতে সুকন্যা সেজেছেন ঘন সবুজ সালোয়ারে

 

নবমীতে টকটকে লাল শিফনে জড়িয়েছেন নিজেকে

 

লাল পার সাদা সিল্ক ছাড়া মায়ের বরণ ও সিঁদুর খেলা অসম্পূর্ণ

 

 

 

 

 

Nila Banerjee

পুকুরঘাট

একদিন আমরা মাত্র কয়েকজন সদস্য নিয়ে পুকুরঘাট নামের একটি মেয়েদের ভার্চুয়াল দল খুলে ছিলুম। অচিরেই সে কয়েকটি সদস্যের দল কয়েক হাজার সদস্যের মেয়েদের দল হয় ওঠে। পুকুরঘাট দলের মত এত গুণী মেয়েদের সমাহার বাংলাদেশে খুব কম ভার্চুয়াল দলে আছে। কাজেই সেই দল সেখানেই আটকে থাকবে না বলা বাহুল্য। তাই পুকুরঘাট দলের অন্যতম উদ্যোগ হিসেবে প্রকাশিত হলো পুকুরঘাট পত্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One thought on “পুজোয় কেমন সাজলেন পুকুরঘাটিরা