সাজুগুজু

শ্রবণা দেবনাথ
সাজলে কেবল দেখতে সুন্দর লাগে এমন নয়। মনও ভালো থাকে। অনেকে বলেন ‘কার জন্য সাজবো!’ আমি বলি ‘নিজের জন্য সাজুন। দেখবেন সুন্দর করে সাজুগুজু করলে একঘেয়ে ‘আমি’খানা কেমন নিজের চোখেই রোজ রোজ নতুন হয়ে ওঠে।’ তাই সাজতে পারি আর না পারি আমি মন ভরে সাজি। নিজেকে নানা ভাবে তৈরী করি রোজ রোজ।
পুকুরঘাট স্থির করেছে মন ভালো রাখার নানান রকম বিষয় নিয়ে হাজির হবে। তার এই একরকম এই সাজুগুজু। প্রতি সংখ্যায় নানান রকম সাজের রকম, ধরন নিয়ে আসবো আমি। কেবল সাজ নয় লাইফস্টাইলের অসংখ্য রকম থাকবে আমাদের ঝুলিতে।
কখনও আমার কথা, কখনও আপনার কথা, কখনও থাকবে নানান লাইফ স্টাইল, ফ্যাশন এক্সপার্টদের কথা। আবার কখনও থাকবে অতীতের, ইতিহাসের জীবন শৈলী। থাকবে সেলিব্রিটিদের সাজুগুজুও। আবার থাকবে নিকনো উঠনের, ঘোর গ্রামের কোনও মেয়ের সাজগোজ, জীবন শৈলী। পাহাড় থেকে সমুদ্র এই বিভাগে সর্বত্র বিচরণ করবো আমরা।
এই বিভাগ থেকে আমরা কেবল ফ্যাশন এক্সপার্ট নয় হয়ে উঠবো স্টাইল আইকন।
শুরুটা নিজেকে দিয়েই করলাম। দেখুন আসন্ন শীতে, অথবা এই হেমন্তে লক্ষ্মী মেয়েরা কেমন সাজবে। শাড়ি আর পদ্ম, পেঁচা আর কলসি ছাড়া অন্যকিছু থাকলে বুঝি অলক্ষ্মী হয়! মোটেই না।
এখনও শীত জাঁকিয়ে বসেনি সেভাবে। এই হেমন্তের দুপুরে বন্ধুদের সঙ্গে আড্ডায়, ঘরোয়া অনুষ্ঠানে পরা যেতেই পারে সাদা-কালো ঢাকাই , স্লিভলেস ব্লাউজের সঙ্গে। সঙ্গে হালকা গোল্ডেন অথবা সিল্ভার গয়না। ছোট্ট টিপ, আর পছন্দের লিপস্টিক আপনার সাজ সম্পূর্ণ।



বাহ! দারুন দিদি।
Daruuuun laaglo
যেমন লেখা, তেমনি ছবি। আর মডেল তো লাজবাব।
কিভাবে সাজতে হয় তোমার কাছে শেখা উচিত। একটা অনলাইন বিউটিশিয়ান কোর্স চালু করে দাও। @শ্রবণা
সুন্দরের পূজারি ! অপূর্ব !