সাজুগুজু

সাজুগুজু

শ্রবণা দেবনাথ

 সাজলে কেবল দেখতে সুন্দর লাগে এমন নয়। মনও ভালো থাকে। অনেকে বলেন ‘কার জন্য সাজবো!’ আমি বলি ‘নিজের জন্য সাজুন। দেখবেন সুন্দর করে সাজুগুজু করলে একঘেয়ে ‘আমি’খানা কেমন নিজের চোখেই রোজ রোজ নতুন হয়ে ওঠে।’ তাই  সাজতে পারি আর না পারি আমি মন ভরে সাজি। নিজেকে নানা ভাবে তৈরী করি রোজ রোজ।

পুকুরঘাট স্থির করেছে মন ভালো রাখার নানান রকম  বিষয় নিয়ে হাজির হবে। তার এই একরকম এই সাজুগুজু। প্রতি সংখ্যায় নানান রকম সাজের রকম, ধরন নিয়ে আসবো আমি। কেবল সাজ নয় লাইফস্টাইলের অসংখ্য রকম থাকবে আমাদের ঝুলিতে।

কখনও আমার কথা, কখনও আপনার কথা, কখনও থাকবে নানান লাইফ স্টাইল, ফ্যাশন এক্সপার্টদের কথা। আবার কখনও থাকবে অতীতের, ইতিহাসের জীবন শৈলী। থাকবে সেলিব্রিটিদের সাজুগুজুও। আবার থাকবে নিকনো উঠনের,  ঘোর গ্রামের কোনও মেয়ের সাজগোজ,  জীবন শৈলী। পাহাড় থেকে সমুদ্র এই বিভাগে সর্বত্র বিচরণ করবো আমরা।

এই বিভাগ থেকে আমরা কেবল ফ্যাশন এক্সপার্ট নয় হয়ে উঠবো স্টাইল আইকন।

শুরুটা নিজেকে দিয়েই করলাম। দেখুন আসন্ন শীতে,  অথবা এই হেমন্তে লক্ষ্মী মেয়েরা কেমন সাজবে। শাড়ি আর পদ্ম, পেঁচা আর কলসি ছাড়া অন্যকিছু থাকলে বুঝি অলক্ষ্মী হয়! মোটেই না।

খনও শীত জাঁকিয়ে বসেনি সেভাবে। এই হেমন্তের দুপুরে বন্ধুদের সঙ্গে আড্ডায়, ঘরোয়া অনুষ্ঠানে পরা যেতেই পারে সাদা-কালো ঢাকাই , স্লিভলেস ব্লাউজের সঙ্গে। সঙ্গে হালকা গোল্ডেন অথবা সিল্ভার গয়না। ছোট্ট টিপ, আর পছন্দের লিপস্টিক আপনার সাজ সম্পূর্ণ।

হেমন্তে বাসন্তী রঙ পরা যাবেনা এমন মাথার দিব্যি কেউ দেয়নি। হলুদ রঙে চাপা উজ্জ্বল সবাইকে বেশ মানায়। রোজ তো একরকম ওয়েদার যায়না। শীত পড়ার মুখে হালকা কাঁপন ধরলে বোট নেক , গ্লাস হাতা ব্লাউজ, আর হাতে বোনা হালকা শাড়ি কিন্তু আপনাকে প্রেমিকের আলিঙ্গনের মতো আরাম দিতে পারে।
একটা স্কার্ফ তো কেবল একটা স্কার্ফ নয়। কত যে তার কাজ। স্লিভ্লেস পরার ইচ্ছে অথচ গলায় হালকা ব্যথা , জড়িয়ে নিন স্কার্ফ, অথবা ওজন বেড়েছে সামান্য, জামা আগের চেয়ে টাইট? অস্বস্তি থাকলে ওপর দিয়ে জড়িয়ে নিন স্কার্ফ। স্টাইল তো হবেই কাজের কাজও হলো। স্কার্ফ জড়ানোর ধরন কিন্তু হাজারো রকম হয়।
শীতের  মুখে সঙ্গে রাখুন পাতলা জ্যাকেট। উত্তরের হাওয়া ধাক্কা মারলেই গলিয়ে নিন গায়ে। ব্যাস এক পেয়ার জিন্স আর জ্যাকেট থাকলে চলে যাওয়া যায় আউশগ্রাম থেকে অস্ট্রিয়া সর্বত্র।
পুকুরঘাট

পুকুরঘাট

একদিন আমরা মাত্র কয়েকজন সদস্য নিয়ে পুকুরঘাট নামের একটি মেয়েদের ভার্চুয়াল দল খুলে ছিলুম। অচিরেই সে কয়েকটি সদস্যের দল কয়েক হাজার সদস্যের মেয়েদের দল হয় ওঠে। পুকুরঘাট দলের মত এত গুণী মেয়েদের সমাহার বাংলাদেশে খুব কম ভার্চুয়াল দলে আছে। কাজেই সেই দল সেখানেই আটকে থাকবে না বলা বাহুল্য। তাই পুকুরঘাট দলের অন্যতম উদ্যোগ হিসেবে প্রকাশিত হলো পুকুরঘাট পত্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 thoughts on “সাজুগুজু

  1. যেমন লেখা, তেমনি ছবি। আর মডেল তো লাজবাব।
    কিভাবে সাজতে হয় তোমার কাছে শেখা উচিত। একটা অনলাইন বিউটিশিয়ান কোর্স চালু করে দাও। @শ্রবণা