বই-ভব বই কী

বই-ভব বই কী

বইমেলা মেলা বই

আজকের বই -পাঁচ দুগুণে সাড়ে দশ

রমণীতেজ পাঠক

 

আচ্ছা আপনারা যাঁরা বড়ো হয়েছেন, বুড়ো হয়েছেন তাঁরা বারংবার বলেন কিনা বলুন যে আমাদের ছেলেবেলাটাই ভালো ছিলো, এখন যেন কেমন কেমন। প্রাণ নেই, যান্ত্রিক।  তা এই ছেলেবেলাটাকে বুঝি ছেলেমানুষেরা নিজেরাই তৈরি করেছে! করেছে তো বড়োরা আর বড়োদের তৈরি করেছেন তার চেয়ে বড়োরা। আর খামোখা প্রাণহীন,  হৃদয়হীন, উচ্ছ্বাসহীন এসব অভিযোগ শোনে ছেলেমানুষেরা। 

কিন্তু সমস্ত বড়োরা আমাদের মতো বড়ো নন। তাঁরা মোটেই ছোটদের অভিযুক্ত করেন না। সময়কেও অস্বীকার করেন না। সময়ের বদলটাকে দিব্য মেনে নিয়ে ছোটদের বন্ধু হয়ে ওঠেন এক্কেরে অভিযোগ অনুযোগ ছাড়া। এমন বড়ো এ দুনিয়ায় বিরল হলেও নেই এমন তো নয়! যেমন দীপান্বিতা ঘোষ মুখোপাধ্যায়। এ কেবল কথার কথা নয়। দীপান্বিতা তার আস্ত প্রমাণ রেখেছেন তাঁর লেখা পাঁচ দুগুণে সাড়ে দশ বইটিতে।

এ বইয়ে ছোটদের জন্য পাঁচখানা গল্প আর একখানা নাটক রয়েছে। গল্পগুলি বড়োরা অথবা বুড়োরাও পড়ে দেখতে পারেন। দেখবেন আপনার ছেলেবেলার ভূত, পেত্নী, পাখি পক্ষী,  জন্তু-জানোয়ার, ঠাকুর দেবতারা কেমন চরিত্র হয়ে উঠেছে। কিন্তু এ লেখার মজা কি জানেন, এদের সঙ্গে কেমন করে যেন মিশে গেছে ডোরেমন, পোকেমন, আস্ত কম্পিউটার বা আধুনিক আর যা কিছুকে সঙ্গে নিয়ে বেড়ে উঠছে ছোটরা। যাকে আপনারা সব্বনাশ মনে করছেন সেই সমস্ত ততোটা সব্বনাশ নয় এ বই তার প্রমাণ।

বইটির মজা হলো এই আধুনিক ব্যবস্থাকে কোত্থাও দোষ দেওয়া নেই। কিন্তু তার মাত্রাটুকু বলে দেওয়া আছে। কোথায় থামতে হবে, কতটা জানতে হবে এ বই দিব্য বলে দেয়। কিন্তু একবারও ছোটদের জ্ঞান দেয়না, যাতে ছোটদের বিরক্ত লাগতে পারে।

ছোটদের উপযোগী ভাষায় এ লিখেছেন দীপান্বিতা ঘোষ মুখোপাধ্যায়। এমন ভাষা যে বাংলা পড়ায় অনভ্যস্ত যে বাচ্ছারা বা অনীহা যে-সব বাচ্ছাদের তাদের পড়ে শোনালেও দিব্য উপভোগ করবে তারা। এমনকি হতেও পারে তারা পড়ে দেখতে চাইতে পারে আবারও। 

এই বই থেকে সদ্য শৈশব পেরিয়েছে যে বাচ্ছারা তারা গল্প লিখতেও শিখতে পারে। নাটক লেখার পাঠও নিতে পারে। গল্পের শেষে নীতিকথার বইয়ের মজাও পাবেন। ছোটদের সংগ্রহে থাকুক এ বই। বড়োদের বলি আপনাদেরও সংগ্রহে রাখুন ছেলে ভোলানো দেখবেন খুব সোজা।

ও হ্যাঁ এইটে বিশেষ বলার কথা, আরেকটি হারিয়ে যাওয়া জিনিস শ্লেটপেনসিল,  তাকেও খুঁজে পাবেন এই বইটির মলাটে, সঙ্গে পাতায় পাতায় চমৎকার লাইন ড্রইং। বইটির মলাট করেছেন ও ছবি এঁকেছেন রঞ্জন দত্ত। তিনি চমৎকার ধরেছেন এ বইকে তার পেনসিল,  তুলিতে। বইটির প্রোডাকশন একেবারে ঝকঝকে করেছে প্রকাশক সংস্থা।

 

বই- পাঁচ দুগুণে সাড়ে দশ

লেখক-দীপান্বিতা ঘোষ মুখোপাধ্যায় 

প্রচ্ছদ ও অঙ্কন- রঞ্জন দত্ত

প্রকাশক- দে’জ পাবলিশিং 

পুকুরঘাট

পুকুরঘাট

একদিন আমরা মাত্র কয়েকজন সদস্য নিয়ে পুকুরঘাট নামের একটি মেয়েদের ভার্চুয়াল দল খুলে ছিলুম। অচিরেই সে কয়েকটি সদস্যের দল কয়েক হাজার সদস্যের মেয়েদের দল হয় ওঠে। পুকুরঘাট দলের মত এত গুণী মেয়েদের সমাহার বাংলাদেশে খুব কম ভার্চুয়াল দলে আছে। কাজেই সেই দল সেখানেই আটকে থাকবে না বলা বাহুল্য। তাই পুকুরঘাট দলের অন্যতম উদ্যোগ হিসেবে প্রকাশিত হলো পুকুরঘাট পত্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *